৩০টি পরিবারের দুর্ভোগের কারণ দুটি রাইস মিল


প্রকাশিত: ১০:২৪ এএম, ১৫ আগস্ট ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়ার ৩০টি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। গত প্রায় ১৫দিন যাবৎ পানিবন্দি হয়ে পড়েছে তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল (মোচিক) সমবায় ফিলিং স্টেশনের সামনে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে দুইটি অটো-রাইস মিল। যেখানে রাখা হয়নি কোনো পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। যেকারণে পার্শ্ববর্তী খালটি ভরে যায়। পরবর্তীতে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে গ্রামে থাকা দুইটি পুকুর প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ওই এলাকার ৩০ পরিবার।

ওই গ্রামের রুশিয়া, রুপভান, জাহানারা, ফুলমতিসহ একাধিক গৃহবধূ জানান, এই অটো মিল দুটি চালু হওয়ার পর থেকে একটু বৃষ্টি হলেই তাদের বাড়িতে পানি ওঠে। তারা রান্না-বান্না কিছুই করতে পারছে না।

রেজাউল করিম নামে এক কৃষক জানান, এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল­্যা জানান, আমার কাছে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি লিখিত অভিযোগ এসেছে। বিষয় গুলোর খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আহমেদ নাসিম আনাসারী/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।