সেনাবাহিনীর ইউনিফর্মসহ মিয়ানমারের নাগরিক আটক


প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৪ আগস্ট ২০১৬

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার সেনাবাহিনীর ইউনিফর্মসহ ইউ কাই টি প্রকাশ চৌ-তু(৪৫) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

২-বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল মো. আবু জার আল জাহিদ জানান, ব্যাটালিয়ানের নায়েক সুবেদার লাল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহলদল টেকনাফ স্থল বন্দরের চেকপোস্টে দায়িত্ব পালনকালে মিয়ানমার প্রত্যাগমনকারী ওই নাগরিককে তল্লাশি করে।

এ সময় তার ব্যাগে মিয়ানমার সেনাবাহিনীর ইউনিফর্ম পাওয়া যায়। তখন তাকে আটক করা হয়। তার কাছ থেকে মিয়ানমার ৮৩৩২ নং একটি বর্ডার পাস, একটি মোবাইল সেট, মিয়ানমার কিয়েট ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
 
এদিকে উদ্ধার সেনাবাহিনীর ইউনিফর্ম ও অন্যান্য মালামালসহ আটক মিয়ানমার নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।