দুর্ঘটনা কমাতে পথ দেখাচ্ছে নিরাপদ সড়ক চাই


প্রকাশিত: ১০:০৫ এএম, ১৩ আগস্ট ২০১৬

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাধারণ মানুষকে পথ দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে সংগঠনটির জনসচেতনতামূলক যে ধারাবাহিক কর্মসূচি আমরা দেখছি, তা সত্যিই  উল্লেখযোগ্য।

তিনি বলেন, সরকারি নানা উদ্যোগের পাশাপাশি সংগঠনটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশা করি সংগঠনটি আগামীতেও তাদের কর্মসূচি অব্যাহত রাখবে। এ ব্যাপারে আমরাও প্রশাসনিক সহযোগিতার হাত প্রসারিত করতে প্রস্তুত।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ‘উন্নয়নে উদ্ভাবন ২০১৬’ শীর্ষক ইনোভেশন সামিটে ডিজিটাল সেবা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হওয়ায় নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপনকালে তিনি এসব কথা বলেন।

শনিবার নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের নেতৃত্বে জেলা প্রশাসকের বাংলোয় এ অভিনন্দন জানানো হয়।

এ সময় নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ উর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, প্রচার সম্পাদক রেজা মুজাম্মেল, মহিলা-বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা বেগম, যুব-বিষয়ক সম্পাদক খন্দকার নুরুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আবদুছ ছবুর, ব্যবসায়ী নেতা টিংকু বড়ুয়া, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাকলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জীবন মুছা/বিএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।