যশোরে বাসে আগুন : বিএনপি-জামায়াতের ৪১ জনের নামে মামলা


প্রকাশিত: ১১:০৪ এএম, ১৯ জানুয়ারি ২০১৫
ফাইল ছবি

যশোরের পার্কিং করা একটি বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।

সোমবার যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ মোসাদ্দেক বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি জামায়াতের শীর্ষ পর্যায়ের ৪১ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে পুলিশ নাজির শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে বুলবুল ও আক্তার নামে বিএনপির দুই কর্মীকে আটক করেছে। তবে পুলিশের এই অভিযানে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে। যদিও যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, রোববার রাত পৌনে ৮টার দিকে শহরের নাজির শংকরপুর কোল্ড স্টোর মোড়ে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি আগুনে ভস্মীভূত হয়েছে। বাসটি রঙ করার জন্য রাস্তার পাশে পার্কিং করা ছিল।

-এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।