বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ মুসল্লি নিহত


প্রকাশিত: ০২:১৫ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

বগুড়া শহরের বনানী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে বিশ্ব ইজতেমা ফেরত চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৪ জন।

রোববার দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান, ইন্তাজ আলী, মোহাম্মদ আশরাফুল ও তছলিম উদ্দিন। নিহতদের সবার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার জন্য ঠাকুরগাঁয়ের একদল মুসল্লি রোববার রাত ৮টার দিকে একটি বাস ভাড়া করে রওনা হন।

রাত ২টায় বাসটি বগুড়ার বনানী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হলে একজনের মৃত্যু হয়।

বিএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।