সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৪:০০ এএম, ১১ আগস্ট ২০১৬

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে মৃতদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গায় খবর পৌঁছালে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
 
মৃত ব্যক্তিরা হলেন- নলডাঙ্গা উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন (৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
 
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন ওই ৪ ব্যক্তি। বুধবার বিকেলে এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই তাদের মৃত্যু হয়।
 
মৃত অসীমের বাবা আজের আলী জানান, উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে পরিবারের সবাই ভেঙে পড়েছে। অন্যদেরও সান্ত্বনা দিয়ে রাখা যাচ্ছে না।

খাজুরিয়া গ্রামের অধিবাসী বকুল মাস্টার জানান, চারজনের মৃত্যুর খবর পৌঁছানোর পরই খাজুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জাগো নিউজকে জানান, রাত ১০টার সময় নিহতদের পরিবার তাকে এ খবর জানায়। এ খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।