রোববার বরিশাল বিভাগে বিএনপির হরতাল


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৫

বিএনপির মহাসচিবসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন ও হত্যার প্রতিবাদে ১৮ জানুয়ারি রোববার বরিশাল বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। শুক্রবার জেলা ও মহানগর বিএনপির এক সভা শেষে জেলার দপ্তর সম্পাদক মন্টু খান এই হরতালের ঘোষণা দেন।

গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবিতে বিএনপির বরিশাল জেলা ও মহানগরের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০ দলীয় জোটের আহবায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্ব করেন।

সভা থেকে বিভাগের অন্যান্য জেলার নেতাদের সাথে আলোচনা করে ১৮ ফেব্রুয়ারী সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্বান্ত নেন তারা।

এছাড়া বিএনপির বরিশাল দক্ষিণ জেলার সভাপতি এবায়দুল হক চান, উত্তর জেলার সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন ও আকন কুদ্দুসুর রহমান, মহনগরের সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, জিয়াউদ্দিন সিকদার, জামায়াত নেতা আমিনুল ইসলাম খসরু, জহিরউদ্দিন বাবর ও অধ্যাপক আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।