মেঘনায় লঞ্চ বিকল


প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৭ জুলাই ২০১৪

সহস্রাধিক যাত্রী নিয়ে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি মেঘনা রানী নামের একটি লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে গেছে।  লঞ্চটি রোববার সকাল ৮টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। 

দুপুর ১২টায় লঞ্চটি চাঁদপুর ঘাট হয়ে ঈদগা বাজার ফেরি ঘাটে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুর পৌনে ১২টার দিকে লঞ্চটি মেঘনা নদীর চিরারচর এলাকায় আসার পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর লঞ্চটি ভাসতে ভাসতে পাশের চরে গিয়ে আটকা পড়ে। 

লঞ্চের প্রতিনিধি আলী আজগর জানান, লঞ্চটিকে উদ্ধার করে আনতে চাঁদপুর ঘাট থেকে এমভি সুরভী নামের একটি লঞ্চ পাঠানো হয়েছে।  পুলিশ সুপার আমির জাফর জানান, বিকল হয়ে যাওয়া লঞ্চের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যাত্রীদের নিরাপদে চাঁদপুর ঘাটে আনার ব্যবস্থা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।