পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

সম্প্রতি রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাশ উদ্বোধনকে কেন্দ্র করে শহরে সংঘটিত সহিংসতার সংবাদ দায়িত্বশীলতার সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারের জন্য দায়িত্বরত সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, সহিংস এই ঘটনার ফলে রাঙামাটিবাসীর পাশাপাশি দেশ-বিদেশের লোকজনও উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কারণ, কি ঘটতে যাচ্ছে রাঙামাটিতে। কিন্তু, সে সহিংসতার সংবাদকে এবং প্রশাসনের নেয়া পদক্ষেপকে দ্রুত জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে সংবাদকর্মীরা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

জেলা প্রশাসক জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং এই কমিটিকে আগামী দশদিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জামান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাঙামাটিতে কর্মরত সকল সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।