সংঘর্ষে ছাত্র নিহতের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুবি


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০১ আগস্ট ২০১৬

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে খালেদ সাইফুল্লাহ নামে এক ছাত্র নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে কুবির সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান।

সভায় সকল আবাসিক শিক্ষার্থীকে বেলা ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে কুবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে খালেদ সাইফুল্লাহ নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়।  

নিহত খালেদ সাইফুল্লাহ কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক এবং মার্কেটিং ৭ম ব্যাচের ছাত্র। এ ঘটনায় ক্যাম্পাসে উভয় গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ওই ছাত্রের মৃত্যুর খবরে কুবিতে বিবদমান ওই দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।