ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ-এর হাতে বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত থেকে গোলাম হোসেন নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার জগদল সীমান্তের ৩৭৪/১ পিলারের কাছে এ ঘটনা ঘটে। গোলাম হোসেন উপজেলার খেরবাড়ি গ্রামের শের আলীর ছেলে।

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস জানান, ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে কুকরাদহ ১২১ ব্যাটালিয়নের ক্যাম্পের বিএসএফ টহল দল গোলাম হোসেনকে ধরে নিয়ে যায়।

এ ঘটনায় আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে বিজিবি। গোলাম হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে রাতে অবৈধ পথে আসা এক ট্রাক ভারতীয় গরু আটক করে বিজিবি।

-বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।