শেখ হাসিনা রিয়েল হিরো : নাসিম


প্রকাশিত: ১১:১৩ এএম, ৩০ জুলাই ২০১৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গি দমনে শেখ হাসিনা রিয়েল হিরো। তার নেতৃত্বে দেশের অভ্যন্তরে জঙ্গি ও সন্ত্রাস দমন করা হয়েছে সফলতার সঙ্গে যা পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারে নাই।

শনিবার দুপুরে মাগুরা সদর হাসপাতাল প্রাঙ্গণে কমিউনিটি ক্লিনিক অ্যাক্টিভেশন ক্যাম্পেইন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

মাগুরার সিভিল সার্জন ডা. এবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার (এমপি), প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহসহ আরো অনেকে।

Nasim

মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গি উত্থানে বিএনপি জামায়াত দায়ী। খালেদা জিয়া যদি জঙ্গিদের মোদত না দিতো তাহলে কোনো দিনও বাংলাদেশে জঙ্গির উত্থান হতো না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা জনগণের প্রাণ বাঁচায়। দেশের প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিক চালু তারই একটি অংশ।

পরে মন্ত্রী মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন এবং  জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আরাফাত/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।