মাগুরায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৬ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের চাঞ্চল্যকর আজিজার হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার মাগুরার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
          
মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১৭ মার্চ দুপুরে গ্রামের মসজিদে জুমআর নামাজ শেষে আজিজার, লুৎফুর খবির  ও আবু সাইদ নামে তিন ভাই বাড়ি যাওয়ার সময় আসামিরা বল্লম ও দা দিয়ে কুপিয়ে আজিজারকে আহত করে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে ওই দিনই বিকেল ৫ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আজিজারের ভাই লুৎফুর খবির মহম্মদপুর থানায় তেলিপুকুর গ্রামের ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের কারে। পুুুলিশ তদন্ত শেষে সবার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

আসামি পক্ষে অ্যাডভোকেট রোকনুরজ্জামান খান এবং রাষ্ট্রপক্ষে হরুন অর রশীদ মামলা পরিচালনা করেন।

আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।