হিলিতে ৫৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১২ জানুয়ারি ২০১৫

দিনাজপুরের হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর সাড়ে ৪টায় বাসুদেবপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে করেন।

ক্যাম্পের কমান্ডার হাবিলদার দেলোয়ার হোসেন জানান, সোমবার ভোরে ফেনসিডিলের বড় একটি চালান সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে নিয়ে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এসময় সীমান্তের সাতকুড়ি এলাকার একটি মাঠ থেকে পরিত্যক্ত ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অবগতি স্বাপেক্ষে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে জানান দেলোয়ার হোসেন।

-বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।