গুলশান হামলায় জড়িত সন্দেহে বিএনপি নেতা দুলুর গাড়ি চালক আটক


প্রকাশিত: ০২:২০ পিএম, ২৫ জুলাই ২০১৬

ঢাকার গুলশাল হলি আর্টিসান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলায় জড়িত থাকার সন্দেহে কুমিল্লার মুরাদনগর থেকে মো. মিঠু নামের এক যুবককে আটক করেছে ডিএমপি।

সোমবার ঢাকা থেকে আসা ডিএমপি ও ডিবি পুলিশের একটি দল মিঠুকে আটক করে। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য মুরাদনগর থানা থেকে তাকে নিয়ে রাত সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

আটক যুবক মিঠু বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলুর পরিবারের গাড়ি চালক বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে মুরাদনগর উপজেলার শরমান্দা গ্রাম থেকে মিঠুকে আটক করা হয়। সে ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। দিনভর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাঝিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঢাকা গোয়েন্দা শাখার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে আসা একদল পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, গুলশান হলি আর্টিসান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলার আগে গুলশান এলাকায় আটক যুবক মিঠু একটি সাদা প্রাইভেটকার নিয়ে ঘুরাফেরা করছিল। সে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দছ তালুকদার দুলুর পরিবারের গাড়ি চালক।

সোমবার দুপুরের দিকে ডিএমপির একটি দল মিঠুকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে। সন্ধ্যা পর্যন্ত থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৭টার দিকে তাকে নিয়ে মুরাদনগর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

মুরাদনগর থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানসহ মিঠুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানা থেকে তাকে পুলিশ ঢাকায় নিয়ে যায়।

কামাল/ এমএএস/পিআর/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।