গুলশান হামলায় জড়িত জঙ্গি রুমাকে নরসিংদী থেকে গ্রেফতার


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ জুলাই ২০১৬
সিসিটিভি ফুটেজ থেকে নেয়া ছবি

রাজধানী গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িত সন্দেহে নরসিংদীর শিবপুর থেকে জঙ্গি রুমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাধারচর ইউনিয়নের চরকুকরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরসিংদী পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম জাগো নিউজকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরকুকরি এলাকা থেকে রুমা নামে একজনকে গ্রেফতার করেছে। তবে এ অভিযানে নরসিংদী জেলা পুলিশ সম্পৃক্ত ছিল না। তাই কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

তবে এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, `নরসিংদী থেকে কোনো গ্রেফতার নেই।`

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে রেস্টুরেন্টে জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

সঞ্জিত সাহা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।