শেরপুরে বিজিবির টহলে যান চলাচল শুরু


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১০ জানুয়ারি ২০১৫

শেরপুরে মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা দেওয়ার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাত থেকেই শেরপুর শহর ও জেলার বিভিন্ন সড়কে বিজিবি টহল শুরু করেছে। শেরপুর-ঢাকাসহ টঙ্গী বিশ্ব ইজতেমায় যোগদানকারী যাত্রীবাহী বাস সার্ভিস এবং মালামাল পরিবহনকারী ট্রাক ও ট্যাংক-লড়ি নিরাপদে গন্তব্যস্থলে যেতে বিজিবি ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়ন জওয়ানরা টহল দিয়ে যাচ্ছে।

শেরপুর জেলা শহরে এক প্লাটুনসহ শেরপুর-ঢাকা এবং শেরপুর-জামালপুর হয়ে উত্তরবঙ্গে চলাচলরত যানবাহনের সামনে-পেছনে বিজিবির টহল দল জেলার সীমান্ত পার করে দিচ্ছে বলে বিজিবি জেলা সদরের দায়িত্বপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান। এদিকে, বিজিবির টহলের কারণে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকও চলাচল করতে দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।