র‌্যাবের নিখোঁজের তালিকায় কুষ্টিয়ার তিন যুবক


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২১ জুলাই ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাসি কর্মকাণ্ড দমনের জন্য সারাদেশের নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশ করছে র‌্যাব। এ নিখোঁজ ব্যক্তিদের তালিকার মধ্যে কুষ্টিয়ার তিনজনের নাম রয়েছে।

এরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার স্বর্ণপট্টি এলাকার জুলফিকার হায়দারের ছেলে মোহাম্মদ মারজুক হায়দার জাহিন (১৬), একই উপজেলার গোলাপনগর এলকার চাঁন্দু শেখের ছেলে মিন্টু শেখ ওরফে মিন্টু বৈরাগী (২৭) ও মিরপুর উপজেলার সাহেবনগর এলাকার আলাল উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম (১৭)।

র‌্যাবের দেওয়া তথ্য মতে, নিখোঁজ মোহাম্মদ মারজুক হায়দার জাহিন ভেড়ামারা পাইলট হাইস্কুলের ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর সে নিখোঁজ হয়। মিন্টু শেখ ওরফে মিন্টু বৈরাগী দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি পরীক্ষায় ফেল করার পর আর পড়াশোনা করেনি। একই বছরের ১৫ অক্টোবর সে নিখোঁজ হয়।

অপর নিখোঁজ মহিদুল ইসলাম উপজেলার সাতমাইল হামিদিয়া মাদরাসা থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে। গত বছর ২ এপ্রিল সে নিখোঁজ হয়। নিখোঁজদের ব্যাপারে নিজ নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা রয়েছে।

আল-মামুন সাগর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।