রাঙ্গামাটিতে দু‘পক্ষের সংঘর্ষ : ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১০ জানুয়ারি ২০১৫

মেডিকেল কলেজে উদ্বোধনকে কেন্দ্র করে রাঙামাটি শহরের বনরূপা ও হেপিরমোড় এলাকায় পাহাড়ি ছাত্র পরিষদ ও স্থানীয় বাঙালিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

গুরুতর আহত ৯ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনা পর ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত মেজিস্ট্রেট মোস্তফা জামাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাঙ্গামাটি, টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ছয়টি মেডিকেল কলেজের উদ্বোধন করেন।

সকাল ১০টার দিকে শহরের বনরূপা ও হেপির মোড় এলাকায় এই মেডিকেল কলেজে উদ্বোধনকে কেন্দ্র করে সন্তুলারমা গ্রুপের পাহাড়ি ছাত্র পরিষদ ও স্থানীয় বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৭ জন আহত হন।

এ ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল ইমতিয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।