বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ২০
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ বগারচর ও পৌরশহরের দড়িপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বগারচর গ্রামের ওয়াদুদের সঙ্গে ১৮ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী শালু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে শালু মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে ওয়াদুদ মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। হামলায় একই পরিবারের অন্তত ১২ জন আহত হন।
গুরুতর আহতদের মধ্যে আবদুল্লাহ (৪০), ওয়াদুদ (৬৫), ছাহেরা (৩৫), হবিজল (৩০), ওমেলা বেগম (৫৫), আজেদা (৩০), আলোকা (২০), সোবহান (১৭), নাবিজল (২৮) ও সেলিমকে (৩২) বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ৩ শতাংশ জমি নিয়ে বিরোধে বুধবার রাতে পৌরশহরে দড়িপাড়া এলাকায় জহুরুল ও একাব্বরের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে জহুরুল (৭০), নুর ইসলাম (৪০), মজনু (৩০), একাব্বর (৬০), বাদশাহ আলীকে (৩০) বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শুভ্র মেহেদী/এআরএ/পিআর