জঙ্গি সন্দেহে সিলেটে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী আটক


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৯ জুলাই ২০১৬

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদুল করিমকে (২৬) আটক করেছে ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। সোমবার রাতে তাকে আটক করা হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলএম এর (মাস্টার্স) ছাত্র এবং সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামরুজ্জামান চৌধুরি মঙ্গলবার বলেন, ‘আমি শুনেছি মাহমুদুল করিমকে আটক করেছে পুলিশ। তবে কেন আটক করা হয়েছে এ সম্পর্কে আমি নিশ্চিত নই।’

লিডিং ইউনিভার্সিটির প্রক্টর রাশেদুল ইসলাম জানান, ‘জঙ্গি সংশ্লিষ্টতায় সন্দেহভাজন হিসেবে মাহমুদুল করিমের বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ। মাহমুদুলের অভিভাবকদের কাছ থেকে এমন তথ্য পেয়েছেন তিনি।’

ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মাহমুদুলকে আটক করে সোমবার রাতেই ঢাকায় নিয়ে গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।