রামপাল বিদ্যুৎকেন্দ্র : চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৮ জুলাই ২০১৬

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেল-গ্যাস-কয়লা-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি চট্টগ্রাম জেলা শাখা। সোমবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটি চট্টগ্রাম জেলার সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদার। বাসদ নেতা আলকাদেরী জয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি রাজা মিয়া, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া, বাসদ জেলা সমন্বয়ক মহিন উদ্দীন, গণসংহতি আন্দোলন জেলার আহ্বায়ক হাসান মারুফ রুমী, বাসদ (মার্ক্সবাদী) সদস্যসচিব অপু দাশগুপ্ত, জাতীয় কমিটির নির্বাহী সদস্য রাহাতুল্লাহ জাহিদ।

বক্তারা বলেন, জনমত উপেক্ষা করে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি দেশ জনগণ এবং প্রাণ-প্রকৃতি পরিবেশ ধ্বংসের হুমকিস্বরূপ। সরকার এই ধরনের জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্খা ও সার্বভৌমত্ব-সংবিধান লঙ্ঘন করেছে।

অতীতের মতোই সরকার ভারতীয় কোম্পানিসহ দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে এই চুক্তি করেছে। আমরা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়। কারণ, বিদ্যুৎ নির্মাণের অনেক বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।

জঙ্গিবাদ দমনে ব্যর্থ সরকার সম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। তাই অবিলম্বে এই চুক্তি বাতিলের জন্য বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে শেষ হয়।

জীবন মুছা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।