ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৮ জুলাই ২০১৬

ফটিকছড়িতে পুকুরে ডুবে আসমা (১১) ও তানজিলা (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার ভুজপুর থানাধীন পূর্ব রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার জানান, পূর্ব রত্নপুর গ্রামের পান ব্যবসায়ী কবির আহমদের দুই কন্যা স্কুল থেকে এসে বাড়ির পাশে ছোট ডোবার মত পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় অসাবধানতা বশত তারা উক্ত পুকুরের গভীর পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদেরকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পায়।

আসমা ও তানজিলার মরদেহ দুটি উদ্ধার করার পর স্থানীয় চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সময় তাদের মা প্রাথমিক শিক্ষার উপবৃত্তির টাকা আনার জন্য শান্তিরহাট গিয়েছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আসমা আকতার স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা একাডেমির ৫ম শ্রেণিতে এবং তানজিলা খোন্দকার পাড়া নূরানী মাদরাসার ৩য় শ্রেণিতে পড়াশোনা করতো বলে জানা গেছে।

জীবন মুছা/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।