নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৮ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কামাল হোসেন আদালতে উপস্থিত ছিলো না।

আদালতের পাবলিক প্রসিসকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, ২০০৯ সালের ২১ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থেকে ৩০০পিস ইয়াবাসহ কামাল হোসেনকে (২৩) গ্রেফতার করেন র্যাব-১১ এর সদস্যরা।

এ ব্যাপারে ওই সময় র্যাবের ডিএডি মো. ইউনুস আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার সেই মামলায় আদালতের রায়ে কামাল হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।   

শাহাদাত হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।