সিলেট আইনজীবী সমিতির সভাপতিসহ ৪ জনের পদত্যাগ


প্রকাশিত: ১২:০০ পিএম, ১৭ জুলাই ২০১৬

সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধান সংশোধন নিয়ে দ্বন্দ্বের জের ধরে সমিতির সভাপতি একেএম সামিউল আলমসহ চার নেতা পদত্যাগ করেছেন।

অন্য পদত্যাগকারীরা হলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক আহমদ ওবায়দুর রহমান ফাহমী, জয়নুল ইসলাম রুবেল ও সদস্য ওবায়দুর রহমান।

এরপরই রোববার দুপুরে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতির সভাপতিত্বে এক জরুরি সভা করে সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সরওয়ার আহমদ আবদালকে শোকজ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, শুক্রবার আইনজীবী সমিতির সাধারণ সভায় সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক দেখা দেয়। আর এ নিয়ে শনিবার সামিউল আলমসহ কার্যনির্বাহী কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেন।
    
তবে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সামিউল আলমের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সমিতির একাধিক সদস্য জানান, শনিবার সংবিধান সংশোধন নিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা হয়। এতে সংগঠনের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার জন্য যথাক্রমে ৩০ ও ২০ বছর অনুশীলনের অভিজ্ঞতা থাকতে হবে বলে সংশোধনী প্রস্তাব আনা হয়। আগে ২০ বছর অনুশীলনের অভিজ্ঞতা থাকলেই এই দুই পদে প্রার্থী হওয়া যেতো।

এই পরিবর্তন নিয়ে আলোচনার সময় বিতর্কে জড়িয়ে পড়ে আইনজীবীদের দুটি পক্ষ। এসময় আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সরওয়ার আহমদ আবদাল বেশ উচ্চৈঃস্বরে কথা বলেন।

তবে সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে সংশোধনী প্রস্তাব পাস হয়। সভা শেষে ওই রাতেই সরওয়ার আহমদ আবদাল নিজের ফেসবুকে আইনজীবী সমিতির সভাপতিকে উদ্দেশ করে একটি স্ট্যাটাস দেন। এতে ক্ষুব্ধ হন সভাপতি সামিউল আলম।

এরই জের ধরে রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। সভাপতি ছাড়াও আইনজীবী সমিতির সহ-সম্পাদক আহমদ ওবায়দুর রহমান ফাহমী, জয়নুল ইসলাম রুবেল ও সদস্য ওবায়দুর রহমান পদত্যাগ করেন।

এ ব্যাপারে অ্যাড. সরওয়ার আহমদ আবদাল জাগো নিউজকে বলেন, সংবিধান সংশোধন নিয়ে সমিতির যে কারো দ্বিমত থাকতেই পারে। আমি আমার ভিন্নমতের কথা সভায় জানিয়েছি।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।