নরসিংদীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ককটেল উদ্ধার


প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীরের নেতৃত্বে শহরের চিনিশপুর থেকে জেলখানার মোড় দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করতে চেষ্টা করে বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ সময় বাধা দিলে অবরোধকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় নরসিংদী রেলগেটের দিকে বিকট শব্দে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। সেই সঙ্গে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে লেগুনা, অটোরিকশা ও একটি বাসের গ্লাস ভেঙে দেয় তারা।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।