জয়পুরহাটে রেল যোগাযোগ স্বাভাবিক
রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলার সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে জয়পুরহাটের সাথে ঢাকা, রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই রুটে ট্রেন চলাচাল শুরু হয়।
এর আগে দুর্বৃত্তরা জেলার ২৭৯ নম্বর উড়িব্রিজ এলাকায় রেললাইনের ৩৬টি পেন্ডেল ক্লিপ ও দু’টি ফিসপ্লেট তুলে ফেলে। এ ঘটনায় বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এই রুটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়পুরহাট রেল স্টেশনের প্রধান মাস্টার নুরুল ইসলাম জানান, আটকা পড়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন মেরামত শেষে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।