জঙ্গিবিরোধী বয়ানের বিরোধীতা করায় স্কুল শিক্ষক আটক


প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৫ জুলাই ২০১৬

রূপগঞ্জে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকায় জঙ্গিবিরোধী বয়ানের বিরোধীতা করায় মমতাজুর রহমান রায়হান নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক মমতাজুর রহমান রায়হান কুমিল্লা জেলার বরুলিয়া থানার বড়লক্ষীপুর জয়াগ এলাকার আলী আকবরের ছেলে। তিনি স্থানীয় ভুলতা স্কুল অ্যান্ড কলেজের কৃষি বিভাগের শিক্ষক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সারা দেশের ন্যায় উপজেলার ভুলতা জামে মসজিদে জঙ্গিবিরোধী বয়ান করেন ইমাম। নামাজ ও বয়ান শেষে মসজিদ থেকে বের হয়ে ইমামের কাছে জঙ্গিবিরোধী বয়ানের বিরোধীতা করেন স্কুল শিক্ষক মমতাজুর রহমান রায়হান।

এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে রাত ৯টার দিকে শিক্ষক মমতাজুর রহমান রায়হানকে আটক করা হয়। আটক স্কুল শিক্ষককে শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

মীর আব্দুল আলীম/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।