আশুগঞ্জে ৩ যুবক নিখোঁজ


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৫ জুলাই ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিন যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ যুবকরা হলেন, আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আগর বাঁশির ছেলে রতন চন্দ্র সরকার (৩৫), শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার আবু নাসেরের ছেলে ফজলে রাব্বি (২৪) ও লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জুলমত আলীর ছেলে মো. মহিউদ্দিন (২৪)।

জিডি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল নিখোঁজ হওয়া ফজলে রাব্বির সন্ধান দাবিতে ১৬ এপ্রিল থানায় জিডি করে তার পরিবার, ২৫ এপ্রিল নিখোঁজ হওয়া রতন চন্দ্র সরকারের সন্ধান দাবিতে ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল নিখোঁজ হওয়া মহিউদ্দিনের সন্ধান দাবিতে ২৫ মে থানায় জিডি করে তাদের স্বজনরা।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রতিটি নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। জিডির প্রেক্ষিতে আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি। এছাড়া সব জায়গায় নিখোঁজদের ব্যাপারে ম্যাসেজ পাঠানো হয়েছে। কি কারণে ওই তিনজন নিখোঁজ হয়েছেন সেটিও আমরা তদন্ত করছি।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।