ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হলো রথযাত্রা উৎসব


প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৪ জুলাই ২০১৬

বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হলো হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি থেকে উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হয় নয় দিনব্যাপী এ উৎসব।

উল্টো রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মধ্যপাড়াস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দিরের (ইস্কন মন্দির) সামনে গিয়ে শেষ হয়। এতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইস্কন) নেতৃবৃন্দসহ কয়েক হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

ইস্কন ভক্তিবৃক্ষ নাম হট্ট শাখার ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি প্রবীর দাস সাংবাদিকদের জানান, সনাতন ধর্মমতে আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে দেবতা শ্রী শ্রী যশোমাধব পৃথিবীতে নেমে আসেন। ৯ দিন ভক্তদের মাঝে অবস্থান শেষে তিনি উল্টো রথে আজ ফিরে যাচ্ছেন নিজ গৃহে।

এর আগে গত ৬ জুলাই বুধবার থেকে শুরু হয় রথযাত্রা উৎসব। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) এ রথযাত্রার আয়োজন করে।

আজিজুল সঞ্চয়/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।