২৭ জুন থেকে কিশোরগঞ্জে অবস্থান করছিলেন সন্ত্রাসীরা
শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে পুলিশের উপর হামলাকারী সন্ত্রাসীরা গত ১০ দিন ধরে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন আহত এক সন্ত্রাসী।
ওই সন্ত্রাসী আরো জানায়, তারা ৫ জনের একটি দল গত ২৭ জুন অপারেশন চালাতে কিশোরগঞ্জে আসে। তবে কে তাদের পাঠিয়েছে তা তিনি জানেনা বলেও জানিয়েছেন।
জানা গেছে, সন্ত্রাসীদের মূল টার্গেট ছিল শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শোলাকিয়া মাঠের অদূরে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের মোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর বোমা হামলা করে সন্ত্রাসীরা।
এসময় সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণ ও চাপাতির আঘাতে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ১৫ জন। তাদের বেশির ভাগই পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশের গুলিতে ঝর্ণা ভৌমিক নামে এক নারী ও এক অজ্ঞাতনামা এক সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নুর মোহাম্মদ/ এমএএস/পিআর