জবানবন্দি শেষে কারাগারে দুই আসামি
মিতু হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়েছন আদালত। রোববার রাত পৌনে ১০টায় জবানবিন্দ শেষে তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদ।
এর আগে রোববার বিকেলে পুলিশ কমিশনার গ্রেফতার দুই আসামির বাড়ি রাংগুনিয়া দাবি করলেও একজনের বাড়ি ফটিকছড়ি বলে আদালত সূত্রে জানা গেছে।
রোববার সন্ধ্যায় প্রথমে স্বীকারোক্তি দেন রাংগুনিয়া উপজেলার গলাছিপা গ্রামের আবদুল নবীর ছেলে ওয়াসিম। সে কিলিং স্কোয়াডের তিনজনের একজন। পুরো হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে ওয়াসিম বলেন, তার গুলিতেই নিহত হন মিতু।
এরপর স্বীকারোক্তি দেন আনোয়ার। ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শামসুল আলমের পুত্র আনোয়ার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেন, হত্যাকারীদের ‘ব্যাক আপ’ দিয়েছেন তিনি।
ভাড়াটে হিসাবে মিতু হত্যাকাণ্ডে তারা ৭ জন অংশ নিয়েছিলেন। তারা দুজনই বিভিন্ন স্থান পরিবর্তন করে রাংগুনিয়ায় আত্মগোপন করেন। সেখান থেকে তাদের শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুজনই জবানবন্দিতে বলেছেন, ভাড়াটে পেশাদার খুনি মুসার নির্দেশেই মিতু হত্যাকাণ্ডে অংশ নেন তারা।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
জীবন মুছা/এসকেডি