বজ্রপাত থেকে অগ্নিকাণ্ড : বসতবাড়িতে আগুন


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৫ জুন ২০১৬

শেরপুরে বজ্রপাত থেকে গ্যাস রাইজারে ধরে যাওয়া অগ্নিকাণ্ডে এক সাংবাদিকের বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শনিবার বেলা ২টার দিকে শহরের বাগরাকসা মহল্লায় সাংবাদিক জিএম আজফার বাবুলের বাসায় ওই অগ্নিকাণ্ড ঘটে।

এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মালামাল ও বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
    
শনিবার বেলা ২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে তার রান্নাঘরে প্রচণ্ড শব্দে আকস্মিক বজ্রপাত ঘটলে গ্যাসের রাইজার ফেটে আগুন ধরে যায়। এসময় আগুনের কুন্ডলী মুহূর্তে ছড়িয়ে পড়ে সর্বত্র।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শেরপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডের একটু আগে ঘটে যাওয়া বজ্রপাতে ওই বাসায় গ্যাস রাইজারে আগুন ধরে যায়। এক পর্যায়ে তা সিলিংয়ে লেগে বৈদ্যুতিক ওয়্যারিংয়ে ছড়িয়ে পড়ে।

হাকিম বাবুল/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।