ঠাকুরগাঁওয়ে কাজী ফার্মস গ্রুপের ইফতার মাহফিল


প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৯ জুন ২০১৬

ঠাকুরগাঁওয়ে কাজী ফার্মস গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ঠাকুরগাঁওয়ের জে আর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে কাজী ফার্মস গ্রুপের ঠাকারগাঁও অফিস।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধা ঠাকুরগাঁও কমানডেন্ট জিতেন্দ্রনাথ রায়, এনডিসি আব্দুল মোমেন, এলজিইডি নির্বাহী প্রকেীশলী শাহানুর ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি আবু তোরাব মানিক, কাজী ফার্মস গ্রুপের পঞ্চগড় রিজিয়ন জিএম মিজানুর রহমান, বংপুর রিজিয়নের এজিএম একাউন্স শাহজান শেখ, পঞ্চগড় রিজিয়ন এইচআর ডিজিএম কেএম দেলোয়ার হোসেন প্রমুখ।

রবিউল এহসান রিপন /এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।