সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বাঘের বিচরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:১৪ এএম, ১২ অক্টোবর ২০২৫
ফুট ট্রেইলে বাঘের বিচরণ/ছবি: সংগৃহীত

সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে (কাঠের তৈরি পায়ে হাঁটার পথ) দেখা গেছে বাঘের বিচরণ। শনিবার (১১ অক্টোবর) সকালে বনের অভ্যন্তরের ফুট টেইলরে বাঘটি দেখতে পান বনপ্রহরীরা। এরপর তারা হাঁকডাক দিতে থাকেন, একপর্যায়ে বাঘটি ফুট ট্রেইল থেকে নেমে বনের গহিনে চলে যায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা কেন্দ্রটির ফুট ট্রেইলে একটি বাঘ দেখতে পান। পরে তারা হাঁকডাক দিলে কিছুক্ষণ পর বাঘটি বনের ভিতরে চলে যায়।

সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের ফুট টেইলরে বাঘের বিচরণ

তিনি আরও বলেন, আগে থেকে বনের হাড়াবাড়ীয়া অংশে বাঘের অবাধ বিচরণ রয়েছে। হাড়বাড়িয়ার দিঘির পাড়ে প্রায়ই বাঘের বিচরণ দেখা যায়। তবে এবার দেখা গেছে ফুট ট্রেইলে। এর আগে কখনও এভাবে কোনো ফুট ট্রেইলে বাঘ দেখা যায়নি বলেও জানান তিনি। তবে প্রায়শই বনের বিভিন্ন স্থানে বাঘের বিচরণ চোখে পড়ছে। যার মানে হচ্ছে বনে বাঘের সংখ্যা বাড়ছে।

আবু হোসাইন সুমন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।