বিএনপির গণগ্রেফতার বিরোধী মিছিল পণ্ড


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৮ জুন ২০১৬

সারাদেশে জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের নামে নিরীহ মানুষ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনিপর বের করা বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে শহরের পাওয়ার হাউস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতৃবৃন্দ। মিছিলটি কিছুদূর এগিয়ে কালীবাড়ি মোড় যাওয়া মাত্র পুলিশ তাতে বাধা দেয়। এর ফলে বিক্ষোভ মিছিল নিয়ে বেশি দূর যেতে পারেনি। পরে পুলিশি বাধা উপেক্ষা করেই সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা জঙ্গি দমনের নামে গণগ্রেফতার বন্ধের দাবি জানিয়ে বলেন, জঙ্গী দমনের নামে পুলিশ নিরীহ মানুষ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। আমরা এসব গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

আজিজুল সঞ্চয়/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।