যশোরে বন্দুকযুদ্ধে নিহত ১


প্রকাশিত: ০২:৫০ এএম, ১৫ জুন ২০১৬

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটা বাজারের কাছে কামালপুরে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বুধবার ভোররাতে একদল ডাকাত যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটা বাজারের কাছে কামালপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ৮/১০ রাউন্ড গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও চার রাউন্ড গুলি বর্ষণ করে।

এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবককে (২৮) উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি গাছি দা, ১টি রামদা ও দড়ি উদ্ধার করেছে।
 
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ এক যুবককে (২৮) হাসপাতালে নিয়ে আসে। তার ডান কানের কাছে গুলি বিদ্ধ হয়ে মাথার অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয় বলে জানান ডা. ইউসুফ।
 
মিলন রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।