ঝিকরগাছায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত


প্রকাশিত: ০২:৩৭ এএম, ১৫ জুন ২০১৬

যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার মধ্যরাতে একদল ডাকাত উপজেলার কৃষ্ণনগর গ্রামে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করে।

ধাওয়া খেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে একপর্যায়ে কাটাখাল এলাকায় ৩ জনকে ধরে ফেলে উত্তেজিত জনতা। এসময় তাদের গণপিটুনিতে ওই তিন ডাকাত নিহত হয়। তবে তাদের নাম পরিচয় এখন পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

এরআগে সোমবার মধ্যরাতে অভিযানকালে ডাকাতদের ছুরিকাঘাতে এএসআই তৌহিদুল ইসলাম আহত হন। এ ঘটনার পর ওয়াপদা জেলেপাড়ায় পুলিশ ও সাদা পোশাকের একদল মানুষ ব্যাপক তাণ্ডব চালায়।
 
মিলন রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।