কাদা ছোড়াছুড়ির সময় এখন না : ইনু


প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৪ জুন ২০১৬
ফাইল ছবি

জাসদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মন্তব্যের কড়া সমালোচনা করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যখন সাধারণ নাগরিকদের উপর আক্রমণ হচ্ছে, তখন ১৪ দলের অভ্যন্তরে কোনো দলাদলি কাদা ছোড়াছুড়ি নয়। এই মুহূর্তে ঐক্য রক্ষা করা  দরকার।

ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল হত্যাকাণ্ডের প্রতিবাদ সমাবেশ শেষে ঝিনাইদহ সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি আওয়ামী লীগ, জাসদ নেতাকর্মীদের বলব আপনারা উত্তেজিত হবেন না। আপনারা ধৈর্য হারাবেন না। জঙ্গি দমনে শেখ হাসিনার পাশে, ১৪ দলের পাশে থাকবেন।

তিনি আরো বলেন, ’৭২ থেকে ’৭৫ এর ঘটনা ইতিহাসের পাতায় চলে গেছে। এটি ইতিহাস চর্চার সময় না। ’৭৫-পূর্বাপর ঘটনা বিশ্লেষণ করেই জাসদ, আওয়ামী লীগ ঐক্যের সিদ্ধান্ত নিয়েছে। তার ভিত্তিতেই ১৪ দল গড়ে উঠেছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।