যৌতুক মামলায় পুলিশ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৩ জুন ২০১৬
প্রতীকী ছবি

ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশ সদস্য মো. ফয়সাল শরীফকে গ্রেফতার করেছে। সোমবার ঝালকাঠি থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

পুলিশ কনস্টেবল ফয়সাল শরীফ বরিশালের বাবুগঞ্জ থানায় কর্মরত ছিল। সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলার মুরাসাতা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে এসআই বেলায়েত হোসেন।

সদর থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা (এসআই) নোমান বলেন,  ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ঝালকাঠি সদর উপজেলার মুরাসাতা গ্রামের আব্দুস সালাম শরীফের ছেলে ফয়সালের সঙ্গে বানারিপাড়া উপজেলার চুয়ারীপাড়া গ্রামের লতিফ হাওলাদারের মেয়ে নুপুর খানমের বিয়ে হয়।

রোববার সন্ধ্যায় নুপুর খানম ২ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ এনে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। বিয়ের পর থেকে ফয়সাল স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করত বলে অভিযোগ করা হয়েছে।

আতিকুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।