মাদারীপুরে ঝড়ে ১৫ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১২ জুন ২০১৬

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মাদারীপুরে একটি মাদরাসাসহ কমপক্ষে ১৫টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ে শিবচর উপজেলার কুতুবপুরে পূর্ব কুতুবপুর হাতেমিয়া মাদরাসার টিনের চাল উড়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে কমপক্ষে ১৫টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হাজী ছিটু কমিটি কান্দি গ্রামের কৃষক জহরুদ্দিনের তিনটি গবাদী পশু মারা গেছে। বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায় অবস্থায় দিন পার করছে।

নাসিরুল হক/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।