বকেয়ার দাবিতে ঝিনাইদহের সড়ক ও জনপথ অফিসে তালা
বকেয়া পাওনার দাবিতে ঝিনাইদহের সড়ক ও জনপথ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ঠিকাদাররা।
রোববার দুপুর ১২টার দিকে এই অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে ঠিকাদাররা সড়ক অফিসের সামনে বিক্ষোভ করেন।
ঠিকাদাররা বলেন, ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগে তাদের মেন্টেনেন্স খাতের ২০১১-১২ অর্থ বছরে ৪৮টি কাজের ৩ কোটি ৩৩ লাখ টাকা ও ২০১২-১৩ অর্থ বছরের ৫৭টি কাজের ৪ কোটি ৯০ লাখ ৫২হাজার টাকাসহ প্রায় ১০ কোটি টাকা বিল বকেয়া রয়েছে।
বিভিন্ন সময়ে অফিসে গিয়েও তারা পাওনা টাকা পাচ্ছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন ঠিকাদাররা। তাদের বকেয়া টাকা পরিশোধ করা না হলে অনিদৃষ্টকালের জন্য সড়ক অফিস তালাবদ্ধ থাকবে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি