ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ৩৬ জন আটক


প্রকাশিত: ০৬:২১ এএম, ১২ জুন ২০১৬

ঝিনাইদহে পুলিশের সাঁড়াশি অভিযানে ১ জেএমবি জঙ্গি ও ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। এসময় ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার রাত ১২টার পর থেকে আজ ভোর পর্যন্ত জেলার বিভন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক জঙ্গির নাম শাহীন মোহাম্মদ কিংকং। তিনি ঝিনাইদহ শহরের পবহাটির আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে ও জেএমবির সদস্য।

Capture

এছাড়া আটক নাজমুল গাজী নামে এক সন্ত্রাসীর কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে আটক করা হয়ছে। এদের মধ্যে জেএমবি সদস্য ১ জন, জামায়াতের ১১জন ও বিভিন্ন মামলায় ২২ জন রয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।