বেতন তো পাই, যা দেয় তাই


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১২ জুন ২০১৬

রমজানের শুরুতে মৌসুমি ব্যবসা হিসেবে চলছে সেমাই তৈরির ধুম। আর এ সেমাই তৈরির কাজে অধিক মুনাফা লাভের জন্য স্বল্প বেতনে শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে শিশুদের দিয়ে।
 
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাঠপট্টিস্থ মদিনা সেমাই কারখানায় শাকিল (১৩), হাফিজুল (১১), জিসান (১১), রবিন (১৭) এবং পার্শ্ববর্তী নুরানী সেমাই কারখানায় সৌরভ (১১), হৃদয় (১২) ও মেহদুল (১৩) কাজ করছে।

semai

এদের মধ্যে জিসান ২য় শ্রেণিতে, সৌরভ ৪র্থ শ্রেণিতে, হৃদয় ৫ম শ্রেণিতে এবং মেহদুল ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করছে। তবে হাফিজুল, শাকিল ও রবিন পড়াশুনা করে না।

কারখানায় এসব শিশুদের দিয়ে সেমাই তৈরির খামি প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ, ওজন দেয়াসহ নানাবিধ কাজ করানো হচ্ছে।

semai

তাদের কাছে বেতন কতো জানতে চাইলে মুচকি হেসে বলে, বেতন তো পাই, যা দেয় তাই। কত দেয় তা বলতে রাজি না হলেও বড়দের তুলনায় অনেক কম দেয় বলে স্বীকার করে ওই শিশু শ্রমিকরা।

এ ব্যাপারে নুরানী সেমাই করাখানার মালিক মো. নান্নু মিয়া বলেন, রমজান মাসে স্কুল বন্ধ, তাই ওদের এখানে নিয়ে এসেছি কাজের জন্য।

বেতনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ছোট মানুষ, যেভাবে কাজ করে সেভাবেই বেতন দেয়া হয়।
      
এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।