ঝালকাঠিতে পৃথক অভিযানে ৮০ কেজি আম জব্দ


প্রকাশিত: ১১:২০ এএম, ০৮ জুন ২০১৬

ঝালকাঠি জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে ফলে ফরমালিনবিরোধী ও ভোক্তা অধিকার বাজার অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুরে শহর ও শহরতলির বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ফরমালিন পাওয়া ৮০ কেজি আম জব্দ এবং প্যাকেটে মূল্য তালিকা ও মেয়াদ উল্লেখ না থাকায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কলেক্টর যাদব সরকার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝালকাঠি জেলার সহকারী পরিচালক সাফিয়া সুলতানা অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরমালিনবিরোধী অভিযান পরিচালনা করে শহরের কালীবাড়ি রোড থেকে মাতৃ ফল ভাণ্ডার থেকে ফরমালিনযুক্ত ৮০ কেজি আম জব্দ করা হয়।

অন্যদিকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযানে ঝালকাঠি কলেজ মোড় ও কৃর্ত্তিপাশা বাজারের মদিনা কনফেকশনারি, দুলাল স্টোর, দুলাল কুন্ডু স্টোর, সিয়াম স্টোর, মৌ-মিষ্টি এন্টারপ্রাইজে খাদ্যপণ্যের প্যাকেটের মোড়কে পণ্যের মূল্য তালিকা এবং উৎপাদন ও মেয়াদ না থাকায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আতিকুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।