বাবুল আক্তারের স্ত্রী হত্যার দৃশ্যমান কোন অগ্রগতি নেই


প্রকাশিত: ০২:০০ পিএম, ০৭ জুন ২০১৬

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু হত্যাকাণ্ডের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, মাহমুদার মোবাইলটি পাওয়া যাচ্ছে না।

ঘটনার দিন বাবুল আক্তারের স্ত্রীর মোবাইলে তার ছেলের স্কুল থেকে ক্ষুদে বার্তা পাঠানোর যে খবর ছড়িয়েছে, এর সত্যতা সম্পর্কে তিনি বলেন, ঘটনার পর থেকে মাহমুদার মোবাইলটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এছাড়া স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, তারা কোনো ক্ষুদে বার্তা পাঠায়নি। তারপরও তার মুঠোফোনের কললিস্ট পেলে তা যাচাই-বাছাই করে দেখা হবে।

এদিকে হত্যাকাণ্ডের তথ্য ও বস্তুগত অনেক অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সব দিক বিশ্লেষণ করে তদন্ত এগোচ্ছে। একটু সময় নিচ্ছি মূল জায়গায় আসতে।

পুলিশ কমিশনার বলেন, কেন, কারা, কীভাবে প্রথমবারের মতো পুলিশ সদস্যের পরিবারের ওপর হামলা করল তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

উল্লেখ্য, গত রোববার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা।

জীবন মুছা/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।