বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৬ জুন ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে খাদ্য ঘাটতি ছিল, আর আওয়ামী লাগী ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

সোমবার দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আন্দোলন করে বিএনপি মানুষ হত্যা করে, রাস্তাঘাট অবরোধ করে। কিন্তু এর মধ্যেই বর্তমান সরকার কৃষকদের কাছে সার পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এজন্যই দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই।

নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর প্রমুখ।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দক্ষিণ-পশ্চিমাঞ্চল কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষক সংগঠনের মাঝে বিনামূল্যে ৯টি পাওয়ার টিলার বিতরণ করেন। পরে শিল্পমন্ত্রী ১১ লাখ টাকা ব্যয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্ল­ী সঞ্চয় ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করেন।    
    
আতিকুর রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।