ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট


প্রকাশিত: ০২:৩৮ এএম, ০১ জুন ২০১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশাই ব্রিজে আমভর্তি একটি ট্রাক বিকল হওয়ার পর বুধবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে পরিবহনের যাত্রীসহ অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েন ভোগান্তিতে। তাদের অনেকেই পায়ে হেটে ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছেন।

কোনাবাড়ির সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ খান বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আম ভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ওই ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলেও রাস্তায় গাড়ির চাপ বেড়ে যায়। সকাল ৮টার দিকেও কালিয়াকৈর উপজেলার মৌচাক থেকে চন্দ্রা এলাকা পর্যন্ত ওই অবস্থা বিরাজ করছিল।  
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।