মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ইন্তেকাল


প্রকাশিত: ০৯:৫০ এএম, ৩১ মে ২০১৬

মুক্তিযোদ্ধা সংসদ পাবনার ঈশ্বরদী উপজেলা কমান্ডের কমান্ডার আব্দুর রাজ্জাক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি ঈশ্বরদীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন বেশ জনপ্রিয়। এছাড়া দীর্ঘ ৩০ বছর ধরে তিনি ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে জমি অধিগ্রহণের ব্যাপারে তিনি নিরলস কাজ করেছেন। আব্দুর রাজ্জাক সকল গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে ঈশ্বরদীতে প্রথম সারির একজন নেতা ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধাসহ সকল মহলে শোকের ছায়া নেমে আসে।

আলাউদ্দিন আহমেদ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।