সেই নিজাম উদ্দিন অসুস্থ

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিজাম উদ্দিনকে দেখতে যান বিএনপির নেতাকর্মীরা

বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার জন্য প্রায় একযুগ ধরে ভাত না খেয়ে আছেন ঝিনাইদহের বাসিন্দা নিজাম উদ্দিন মন্ডল (৭০)। শুধু রুটি-কলা খেয়ে বেঁচে আছেন তিনি। সেই নিজাম উদ্দিন বর্তমানে অসুস্থ। তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে আসে কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজাম উদ্দিনের পাশে দাঁড়ান তারা। এসময় তার হাতে নগদ টাকা তুলে দেন নেতারা। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার জন্য তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পণ্ড হয়ে যায়। রান্না করা খিচুড়ি নষ্ট করা দেখে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেন তিনি। এরপর থেকে শুধু রুটি-কলা খেয়ে বেঁচে আছেন।

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা

পরিবার সূত্র জানায়, ঈদুল ফিতরের পর থেকে তার শারিরিক অবস্থার অবনতি হয়। সোমবার (২৮ এপ্রিল) বেশি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে নিজাম উদ্দিনের অসুস্থতার খবর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় বলে দলের নেতাকর্মীরা জানান। পরে তার নির্দেশে ফরিদপুর মেডিকেলে ছুটে আসেন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ প্রতিনিধি দল। তারা নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দিন মন্ডল বলেন, ‌‘আমি আমার প্রতিজ্ঞা ভাঙবো না। যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন আমি যদি মরেও যাই, তাও ভাত খাবো না। এছাড়া আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই।’

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ ডা. দেবব্রত জানান, নিজাম উদ্দিন মন্ডলের ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যাবে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন কি-না। এজন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নিজাম উদ্দিন বিএনপির একজন সমর্থক। তার যে পণ এবং দলের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। তার অসুস্থতার বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং রাতেই আমাদের ফোন করে খোঁজ নেওয়ার কথা জানান। পরে আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, তিনি দূরারোগ্য রোগে আক্রান্ত। তার এমন কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার যা পিজি হাসপাতালে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) রয়েছে। তার চিকিৎসার যাবতীয় খরচ বিএনপি বহন করবে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।